উত্তরদিনাজপুর

রায়গঞ্জ পুরসভার ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু হল রবিবার সকাল ৬টা থেকে

 আজ  রবিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পৌরসভা নির্বাচন। ভোর ৬টা থেকেই ভোটদানের জন্য লাইনে দাঁড়িয়ে পরলেন ভোটদাতারা। রায়গঞ্জ পুরসভা নির্বাচনের আজ ভোট গ্রহন শুরু হল সকাল সাতটা থেকে। পুরসভার ২৭টি ওয়ার্ডের ৮৫টি বুথেই সকাল থেকেই লাইনে দাড়িয়ে পরেন ভোটাররা। ২০১১ সালের নির্বাচনে সারা রাজ্যে যখন তৃনমূলের জয়ের পতাকা উড়ছে, তখন রায়গঞ্জ পুরসভা বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের নেতৃত্বে ২৫টি আসনের মধ্যে ১৮টিতে জয়লাভ করে কংগ্রেস। ৫টি আসন পেয়েছিল তৃনমূল কংগ্রেস এবং ২টি আসন বামেদের দখলে ছিল। ২০১৬ সালের ২১শে জুলাই রায়গঞ্জ পুরসভার মেয়াদ শেষ হয়ে গেলেও সে সময় আইনি জটিলতায় ভোট হয়নি। রায়গঞ্জ মহকুমাশাসককে প্রশাসক নিয়োগ করে রাজ্য সরকার। চলতি বছরের ১৩ই এপ্রিল নোটিফিকেশন জারি হয় রায়গঞ্জ পুরসভা নির্বাচনের। এরপরই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। পুরসভার ৫ জন জয়ী কংগ্রেস কাউন্সিলার এবং সিপিএম এর ১ জন কাউন্সিলার যোগদান  করেন তৃনমূল কংগ্রেসে। এরই মধ্যে রায়গঞ্জ পুরসভার ২৫টি আসন থেকে বেড়ে হয় ২৭টি আসন। কংগ্রেস-সিপিএম জোট গড়ে ( কংগ্রেস- ১৮, সিপিএম- ৯) মোট ২৭টি আসনে প্রার্থী দেয়। বিজেপি ও তৃনমূল সবকটি আসনেই তাদের দলীয় প্রার্থীদের দাড় করায়।
আজ শান্তিপূর্ণভাবে রায়গঞ্জ পুরসভার ২৭ ওয়ার্ডের ৮৫টি বুথে সকাল সাতটা থেকে শুরু হয় ভোটগ্রহন। ৭২১৯৮ জন ভোটার আজ ভাগ্য নির্ধারন করবে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ৯৪ জন প্রার্থীর। ফল কি হবে, রায়গঞ্জ পুরসভা এবারে কার দখলে যাবে তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে আগামী ১৭ ই মে পর্যন্ত।